খেলার খবর: পাকিস্তানকে বিধ্বস্ত করে মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল শুরু করেছিল বাংলাদেশ। শনিবার নেপালের কাছে পাকিস্তানের টানা হারে এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করলো গত আসরের চ্যাম্পিয়নরা।
‘বি’ গ্রুপে নেপাল তাদের প্রথম ম্যাচে ৪-০ গোলে হারিয়েছে পাকিস্তানকে। ভুটানের থিম্পুতে চাংলিমিথাং স্টেডিয়ামে জোড়া গোল করেছেন সাবিতা রানা। অন্য দুটি গোল আনুশকা শেরপা ও রজনী ঠাকুর।
পাকিস্তান তাদের গ্রুপের দুই ম্যাচেই হেরে গেলো। এতে সমান ৩টি করে পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে গেলো বাংলাদেশ ও নেপাল। গোল ব্যবধানে কিন্তু বাংলাদেশ এখনও শীর্ষে।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আগামী সোমবার চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে ১৪-০ গোলে পাকিস্তানকে বিধ্বস্ত করা বাংলাদেশ। গত বছর টুর্নামেন্টের প্রথম আসরে গ্রুপের দেখায় নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।
একই দিন ‘এ’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার জালে গোল উৎসব করেছে ভুটান। ৬-০ গোলে জিতে সেমিফাইনালের টিকিট পেয়েছে স্বাগতিকরা। শেষ চারে তাদের সঙ্গী ভারত।