আন্তর্জাতিক

ফেসবুকে গুজব ঠেকাতে টেলিভিশনে বিজ্ঞাপন!

By daily satkhira

August 12, 2018

বিদেশের খবর: মিশরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে টেলিভিশনে সতর্কতামূলক বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। এসব বিজ্ঞাপনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যা দেখবেন, তার সবটাই বিশ্বাস করবেন না। এর কোনও খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করে নিন। খবর জানার জন্য বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য মাধ্যমের ওপর নির্ভর করুন। খবর বিবিসি’র। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি বিজ্ঞাপনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আটটি গুজব ছড়ানোর বিষয় তুলে ধরা হয়। বলা হয়, ফেসবুকসহ সামাজিক মাধ্যম মিথ্যার একটি প্ল্যাটফরম। দেশটিতে সবশেষ ছড়ানো গুজব হলো, একটি মানব পাচারকারী দল তিনটি শিশুকে কায়রোতে ধরে নিয়ে যাওয়ার পর হত্যা করেছে। নিরাপত্তা বাহিনীকে উদ্ধৃত করে এটি গুজব বলে উল্লেখ করা হয় একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত বিজ্ঞাপনে। দেশটিতে তিন মাসে ২১ হাজার গুজব ছড়িয়েছে উল্লেখ করে এক জনসমাবেশে প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি এর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এরপর থেকে গুজবের বিষয়ে সতর্কবার্তা দিয়ে টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।