সাহিত্য

নোবেলজয়ী সাহিত্যিক ভি এস নাইপল আর নেই

By Daily Satkhira

August 12, 2018

সাহিত্য ও সংস্কৃতি: নোবেলজয়ী সাহিত্যিক ভি এস নাইপল (৮৫) মারা গেছেন। তার স্ত্রীর উদ্ধৃতি দিয়ে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ব্রিটেনের প্রেস অ্যাসোসিয়েশন।

স্যার ভি এস নাইপলের জন্ম ত্রিনিদাদে, ১৯৩২ সালে। ত্রিনিদাদের কুইন্স রয়াল কলেজে পড়াশুনা শেষে ১৯৫০ সালে সরকারের বৃত্তি নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন। এর পরের বছরই তার প্রথম বই প্রকাশিত হয়।

‘এ বেন্ড ইন দ্য রিভার’ ও সবচেয়ে আলোচিত ‘এ হাউস ফর মিস্টার বিশ্বাস’ সহ প্রায় ৩০ এর বেশি বই লিখেছেন তিনি। ২০০১ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি।