আন্তর্জাতিক

পেঁয়াজের মূল্য টনে ৫০ ডলার বাড়ালেন ভারতীয় ব্যবসায়ীরা

By daily satkhira

August 12, 2018

বিদেশের খবর: ভারত থেকে বাংলাদেশে আসা পেঁয়াজের রফতানি মূল্য বাড়িয়ে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। শুক্রবার (১০ আগস্ট) থেকে টন প্রতি ৫০ ডলার করে পেঁয়াজের রফতানি মূল্য বাড়িয়ে দিয়েছেন তারা। শনিবার (১১ আগস্ট) থেকে বাড়তি মূল্যেই পেঁয়াজের এলসি খুলেছেন আমদানিকারকরা। শনিবার দিনাজপুরের হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মামুনুর রশীদ বলেন, ‘আসন্ন ঈদুল আজহাকে ঘিরে দেশের বাজারে পেঁয়াজের চাহিদা বাড়ায় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়িয়ে দিয়েছেন আমদানিকারকরা। পেঁয়াজ রফতানিতে ন্যূনতম রফতানি মূল্য নির্ধারণ না থাকায় পূর্বে বন্দর দিয়ে প্রতিটন পেঁয়াজ আমদানি করা হতো দুইশ থেকে আড়াইশ মার্কিন ডলার মূল্যে। বর্তমানে দেশের বাজারে পেঁয়াজের বাড়তি চাহিদাকে ঘিরে দাম কিছুটা বাড়িয়ে দিয়েছিলেন ভারতীয় ব্যবাসয়ীরা। শুক্রবার থেকে পেঁয়াজের রফতানি মূল্য টনপ্রতি ৫০ মার্কিন ডলার করে বাড়িয়ে দিয়েছেন তারা। দেশের বাজারে পেঁয়াজের চাহিদা মেটাতে বাড়তি মূল্যেই পেঁয়াজ আমদানি করা হচ্ছে।’ তবে পেঁয়াজের রফতানি মূল্য বাড়ার কারণে দাম কিছুটা বাড়তে পারে বলেও জানান তিনি।

হিলি স্থলবন্দরের অগ্রনী ব্যাংকের ম্যানেজার আকতারুজ্জামান জানান, বেশ কিছু দিন ধরে পেঁয়াজের এলসি প্রতিটন প্রকারভেদে দুইশ থেকে আড়াইশ মার্কিন ডলার মূল্যে খোলা হলেও এখন ভারতের বাজারে পেঁয়াজের দাম কিছুটা বাড়ার কারণে প্রতিটন পেঁয়াজ আড়াইশ থেকে তিনশ মার্কিন ডলার মূল্যে এলসি ওপেন করা হচ্ছে।