খেলার খবর: ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দল। প্রথম টেস্ট পরাজয়ের পর দ্বিতীয়টিতেও শঙ্কার মুখে কোহলিরা। ফলে সমালোচনায় বিদ্ধ বিরাট অ্যান্ড কোং। এরই মধ্যে ঘটল আরও এক বিপত্তি।
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতির সময় বিরাট কোহলিদের যে মেন্যু দেয়া হয়েছে, তাতে ছিল গরুর মাংস। যা দেখে রীতিমত ক্ষুদ্ধ ভারতীয় সমর্থকরা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) টুইটার অ্যাকাউন্টে খাবারের মেন্যুর ছবি পোস্ট করার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। মেন্যুতে ‘ব্রেইসড বিফ পাস্তা’ নামে একটি আইটেম ছিল।
এই আইটেম দেখে ভারতীয় সমর্থকরা প্রশ্ন তুলেছেন, কেন ভারতীয় দলকে গরুর মাংস দেয়া হলো?
যদিও ভারতীয়দের প্রশ্নের জবাবে জানানো হয়েছে- মধ্যহ্ন ভোজের মেন্যুটি উভয় দলের জন্যই বরাদ্দ ছিল। এছাড়া মেন্যুটিতে একাধিক পদ ছিল। যেটা ইচ্ছা সেটা খেতে পারেন ক্রিকেটাররা। তবু প্রশ্ন কোহলি ভক্তরা প্রশ্ন তুলেছেন- ‘গরুর মাংস দেওয়া কী খুব জরুরি ছিল?