তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার আলোর দিশা ফাউন্ডেশনের বাস্তবায়নে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে রবিবার সকাল ১০ টায় “ছাগল পালন করলে সবে, উন্নয়ন হবে ঘরে ঘরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দারিদ্র বিমোচনে ছাগল পালনের মাধ্যমে আত্মকর্ম সংস্থান ছাগল পালন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ৫৩ জন উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদান করেন, প্রোগ্রাম সুপারভাইজার সঞ্জয় স্বর্ণকার। উক্ত কর্মশালার সমাপনিতে আধুনিক পদ্ধতিতে ছাগল পালনে উদ্বুদ্ধ করণ সহ সামগ্রিক তথ্য চিত্র তুলে ধরেন, আলোর দিশা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল লতিফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলোর দিশার প্রোগ্রাম ম্যানেজার আনিছুর রহমান, দৈনিক দৃষ্টিপাতের নলতা প্রতিনিধি ও কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, রূপালী ব্যাংক নলতা শাখা ব্যবস্থাপক পবিত্র কুমার ঘোষ, আলোর দিশার মল্লিকা বিশ্বাস, রঘুদেব চৌধুরী, জহুরুল ইসলাম প্রমূখ।