সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা

By daily satkhira

August 12, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। সভায় উপস্থিত ছিলেন, তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল সরকার মোঃ মোস্তাফিজুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক আনিছুজ্জামান, সহকারী প্রকৌশলী বিআরটিএ সাতক্ষীরা সার্কেল তানভীর আহম্মেদ চৌধুরি, সাতক্ষীরা পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. ওসমান গণি, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোস্না আরা প্রমুখ। সভায় মহান জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া সাতক্ষীরা শহর কে যানজট মুক্ত করে নিবন্ধন বিহীন ইজিবাইকসহ অবৈধ যান বাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি, সড়ক দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে ¯প্রীড ব্রেকার নির্মানের দাবি, আসন্ন পবিত্র ঈদ-উল আযহা ও জন্ম অষ্টমী উপলক্ষ্যে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে প্রশাসনকে তৎপর থাকা, শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন ছবি সম্বলিত পোস্টারিং অপসারণ এবং ভোমরাসহ সীমান্ত এলাকায় অবৈধ ব্যবসা এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।