দেবহাটা

দেবহাটায় মুনসুর আহমেদের গণসংযোগ

By Daily Satkhira

December 05, 2016

প্রেস বিজ্ঞপ্তি: রবিবার বেলা ১১টায় দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ ভবনে আগামী ২৮ ডিসেম্বর সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ নির্বাচনী মতবিনিময় সভা দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কার গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় মুনসুর আহমেদ বলেন, ১৯৬৬ সাল থেকে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে পথচলা শুরু মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। রিলিফ কমিটির চেয়ারম্যান ছিলাম। ৪ বার নির্বাচিত পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। ১৯৮৬ ও ১৯৯১ সালে ২ বার এমপি ছিলাম। ১৮ বছর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলাম। ৫ বছর জেলা পরিষদের মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত প্রশাসক ছিলাম। বর্তমান জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্বরত আছি। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে জেলা পরিষদের মনোনয়ন দিয়েছেন। আমার বিশ্বাস জেলার ১ হাজার ৬১ জন ভোটার দলের বাইরে কাউকে ভোট দেবেন না। আমাকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। আমি জেলার সকল নেতা কর্মীকে অনুরোধ করবো সংগঠনের বৃহৎ স্বার্থে দলের মধ্যে বিভাজন সৃষ্টিকারীদের ফাঁদে পা দেবেন না। ১১ ডিসেম্বরের পরে দলের বিদ্রোহকারীদের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মুনসুর আহমেদের সফর সঙ্গী হিসাবে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, জেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন মুখার্জী, জেলা সদস্য হাজী রফিকুল ইসলাম, উপজেলা যুগ্ম সম্পাদক আনারুল হক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিলসহ দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের ১২জন সদস্যবৃন্দ।