খেলার খবর: দীর্ঘদিন পর পিএসজির হয়ে প্রথম একাদশে নেমেই গোলের দেখা পেলেন নেইমার। পিএসজিও পেল প্রত্যাশিত জয়। কঁকে হারিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে যাত্রা শুরু করল পিএসজি।
রোববার রাতে লিগ ওয়ানে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। অন্য দুই গোলদাতা আদিওঁ রাবিও ও টিমোথি উইয়াহ। পায়ের চোটের কারণে গত মৌসুমের শেষ দিকে লম্বা সময় খেলতে পারেননি নেইমার। চোট কাটিয়ে রাশিয়া বিশ্বকাপে ফিরলেও পারেননি আশানুরূপ জ্বলে উঠতে। গত সপ্তাহে ফরাসি সুপার কাপে ৪-০ জয়ে শেষ দিকে বদলি হিসেবে নেমেছিলেন মাঠে। আর এবার প্রায় সাড়ে পাঁচ মাস পর ক্লাবের হয়ে শুরুর একাদশে নামলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। প্রতিপক্ষের গোলরক্ষকের ভুলে ঘরের মাঠে দারুণ শুরু পায় পিএসজি। দশম মিনিটে সতীর্থের লক্ষ্যে তার বাড়ানো বল ধরে ফরাসি মিডফিল্ডার ক্রিস্তোফা এনকুঙ্কু বাড়ান নেইমারকে। বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৩৫তম মিনিটে পিএসজি তাদের দ্বিতীয় গোলটিও পায় প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে। বল পেয়ে আনহেল দি মারিয়া এক জনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে বাড়ান বাঁ-দিকে। গোলমুখ থেকে আলতো টোকায় বাকি কাজ সারতে কোনো সমস্যাই হয়নি ফরাসি মিডফিল্ডার রাবিওর। ৬১তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার দি মারিয়ার হেড দারুণ নৈপুণ্যে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক সাম্বা। ৮৯তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে সব অনিশ্চয়তার ইতি টানেন উইয়াহ। ফরাসি সুপার কাপেও একটি গোল করেছিলেন যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার।