জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ

By daily satkhira

August 13, 2018

দেশের খবর: দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ২য় দফায় রবিবার (১৩ আগস্ট) রাত ১২টা থেকে পদ্মা নদীর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী। পারাপারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক যানবাহন। ফেরি চলাচলের জন্য উপযোগী পানির গভীরতা না থাকায় সমস্যার সম্মুখীন হচ্ছেন ফেরি চালকরা। বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, বিকল্পে চ্যানেলে পানির গভীরতা আছে ৪-৫ ফুটের মতো কিন্তু ফেরি চালাতে প্রয়োজন সাড়ে ৭ ফুটের মতো। ১২ জুন থেকে ব্যবহার করে আসা এই চ্যানেলটিতে বর্তমানে পলি জমে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এর কারণে পূর্বের সরাসরি মূল চ্যানেল দিয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া পণ্যবাহী ট্রাক ও ভারী যানবাহনগুলোকে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট ব্যবহারের কথা বলা হয়েছে।এরপরও ঘাট এলাকায় ৬ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে। নাব্যতা সংকট নিরসনে ড্রেজিং চলছে চ্যানেলে। দুইদিন সময় নেওয়া হয়েছে ফেরি চলাচল উপযোগী করতে। নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) এ এসএম আরেফিন জানান, বিকল্প চ্যানেল ছাড়াও সরাসরি মূল চ্যানেলেও ৭টি ড্রেজার কাজ করছে। দুইটি রুট দিয়ে ফেরি চলাচল করছে। পলি অপসারণ করা হলেও চ্যানেলের মুখে কেটে সরানো যাচ্ছেনা। ড্রেজিং করে ১৩ ফুট করলেও আশেপাশে থেকে ভেঙ্গে পড়ছে। এর আগে শনিবার (১১ আগস্ট) বিকালের দিকে লৌহজং চ্যানেলে নাব্যতা সংকোটের কারণে ফেরি বন্ধ রাখা হয়। এরপর রাত ১০টার দিকে ৪টি কে-টাইপ ফেরি চলাচল করে।