আন্তর্জাতিক

তাইওয়ানের হাসপাতালে আগুন, ৯ জন নিহত

By daily satkhira

August 13, 2018

বিদেশের খবর: তাইওয়ানের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে। আগুনের ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। তাইওয়ানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। তাইপে শহরের এই হাসপাতালটিতে আগুন লেগে ৯ জনের প্রাণহানী হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরের দিকে নিউ তাইপে শহরের ওয়েইফু হাসপাতালের সপ্তম তলার একটি ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। কীভাবে ওই হাসপাতালে আগুন লাগলো, তা নিয়ে এখনও কর্তৃপক্ষ স্পষ্ট কিছু জানায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, স্বয়ংক্রিয় একটি বেডের সঙ্গে থাকা বৈদ্যুতিক সংযোগে গোলাযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিবিসি জানিয়েছে, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার পরপরই ওই হাসপাতাল থেকে ৩৩ জন রোগী এবং তিনজন কর্মীকে সরিয়ে নেওয়া হয়। তাইওয়ানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিএনএ জানিয়েছে, যে ওয়ার্ডে আগুন লেগেছিল, সেখানে ‘ধোঁয়া বহির্গমনের উপকরণ’ ছিল না বলে জানতে পেরেছে পুলিশ। বিবিসির তাইপে প্রতিনিধি সিন্ডি সুই জানিয়েছেন, তাইওয়ানে প্রতিরোধ ব্যবস্থা নিয়ে তেমন কড়াকড়ি না থাকায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০১২ সালে এ ধরনের আরেকটি ঘটনায় ১২ রোগী নিহত এবং ৬০ জন আহত হয়েছিলেন।