বিনোদন

তারেক মাসুদ ও মিশুক মুনীরকে স্মরণ

By daily satkhira

August 13, 2018

বিনোদনের খবর: আজকের এই দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হন চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও এটিএন নিউজের সিইও মিশুক মুনীরসহ পাঁচজন। দিনটিকে স্মরণ করার জন্য ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট বিকেল থেকে স্মরণসভার আয়োজন করেছে। তারেক মাসুদ ও মিশুক মুনীরকে সম্মান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের পাশে ‘সড়কদ্বীপ’ শিরোনামের স্মৃতি স্থাপনার সামনে আজ বিকেলে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘দেশভাগের চলচ্চিত্র : পর্যালোচনা ও বিশ্লেষণ’ নিয়ে আজ স্মারক বক্তৃতা দেবেন চলচ্চিত্রকার আকরাম খান। তারেক মাসুদ স্মারক বক্তৃতা অনুষ্ঠানের পর ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের চলচ্চিত্রবিষয়ক কর্মশালা’র সমাপনী ও কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হবে। শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ৬টায় শুরু হবে তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে আলোচনা। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। আয়োজনে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্রকার নাসিরউদ্দীন ইউসুফ, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। সন্ধ্যা ৭টায় সড়ক দুর্ঘটনায় নিহত তারেক মাসুদ, মিশুক মুনীরসহ সড়কে-মহাসড়কে নিহত সব মানুষের স্মরণে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে আয়োজন সমাপ্ত হবে।