ফিচার

সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউটে মাদক ও সন্ত্রাসবিরোধী সভা

By Daily Satkhira

August 13, 2018

নিজস্ব প্রতিনিধি: মাদকের ভয়াবহতা ও সন্ত্রাসবাদের কুফল বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে শীক্ষার্থীদের নিয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি এম আজিজুর রহমানের সভাপতেত্বে পলিটেকনিক ইন্সটিটিউট চত্তরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউল হক, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

প্

রধান অতিথি তার বক্তব্যেবলেন, মাদক আমাদের যুব সমাজকে কুরে-কুরে খাচ্ছে, আমাদের যুব সমাজ যদি চায় তাহলে এদেশ থেকে মাদক চিরতরে বিদায় নেবে। পুলিশ প্রতিনিয়ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে। অন্যদিকে, মাদকদ্রব্যের সাথে আটকদের বেশিরভাগই যুবক। তাই যুবোকরা যদি মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তাহলেই এদেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব। তিনি সন্ত্রাসবাদের কুফল সম্পর্কে আরও বলেন, নেশার টাকা যোগাতে নানা রকম আপরাধের সাথে জড়িয়ে পড়ছে। এমনকি সমাজবিরোধী কাজ করছে যার মূলে রয়েছে মাদক। তাই মাদক ও সন্ত্রাসবাদকে চিরোতরে বিদায়ের জন্যে যুব সমাজকে এগিয়ে আসার আহব্বান জানান পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।