আন্তর্জাতিক

ঝুলিতে ৩৩ সংরক্ষিত আসন, স্বস্তিতে ইমরান

By Daily Satkhira

August 13, 2018

বিদেশের খবর: পাকিস্তানে সরকার গঠনের পথে আরও স্বস্তিজনক অবস্থায় ইমরান খান। তার দল পিটিআই’কে ২৮টি সংরক্ষিত মহিলা আসন এবং ৫টি সংখ্যালঘু আসন বরাদ্দ করল নির্বাচন কমিশন। এর ফলে ন্যাশনাল অ্যাসেম্বলিতে পিটিআই-এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৮। আর ১৪ আসন পেলেই আইনসভায় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন ইমরান খানরা।

আগামী ১৮ অগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন পিটিআই চেয়ারম্যান। তার আগে এই খবরে খুশির হাওয়া ইমরান শিবিরে।

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বিতে মহিলাদের জন্য ৬০টি এবং সংখ্যালঘুদের জন্য ১০টি আসন সংরক্ষিত। সদস্য সংখ্যার ভিত্তিতে শনিবার রাজনৈতিক দলগুলির মধ্যে সংরক্ষিত আসন বণ্টন করেছে নির্বাচন কমিশন। তাতে দেখা যাচ্ছে, ইমরান খানের দল সবচেয়ে বেশি লাভবান হয়েছে। যদিও সরকার গঠনের জন্য এখনও ছোট দলগুলোর ওপর নির্ভর করতেই হবে ইমরানকে।

৩৪২ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে সরকার গঠনের জন্য অন্তত ১৭২ জনের সমর্থন প্রয়োজন। পিটিআই নেতৃত্বের দাবি, সরকার গঠনের মতো সদস্য সংখ্যা তাদের আছে।