প্রেস বিজ্ঞপ্তি: সোমবার ১৩ আগস্ট ২০১৮ রবিবার দুপুর ১২.০০ টায় ‘চাই জলবায়ু খাতে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জন অংশগ্রহণ’ এই স্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ স. ম. আলাউদ্দিন মিলনায়তনে সমমনা সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে জলবায়ু বিষয়ক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সনাক জলবায়ু বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কল্যাণ ব্যানার্জি। বক্তাগণ জলবায়ু ঝুকি মোকাবেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রকল্প গ্রহণে স্থানীয় অভিজ্ঞার আলোকে ক্ষেত্র চিহ্নিত করা, জলবায়ু তহবিলের প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে এডভোকেসি পরিকল্পনা গ্রহণে সুনির্দিষ্ট মতামত ও প্রস্তাব তুলে ধরেন। বিশেষ করে যত দ্রুত সম্ভব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, সাতক্ষীরা পৌরসভা, জেলা পরিষদ এবং জেলা প্রশাসনকে যুক্ত করে জলবায়ু ঝুকি মোকাবেলায় জন অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে ১টি পরামর্শ সভা এবং সাতক্ষীরা পৌরসভা কর্তৃক বাস্তবায়নাধীন সবুজ জলবায়ু তহবিলের আওতায় ক্রিম প্রকল্প (কেএফডব্লিও এর অর্থায়নে) সম্পর্কে ১ টি জন অবহিতকরণ সভা আয়োজনের বিষয়ে জোর দাবি জানান। এসময় সনাক সভাপতি কিশোরী মোহন সরকার, সহ-সভাপতি মো. তৈয়েব হাসান, ভারতেশ্বরী বিশ্বাস, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, ড. দিলারা বেগম, মো. অলিউর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, দৈনিক পত্রদূত এর সম্পাদমন্ডলীর সভাপতি মোঃ আনিছুর রহিম, স্বদেশ নির্বাহী পরিচালক মাধব দত্ত, চ্যালেল আই প্রতিনিধি আবুল কালাম আজাদ, নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরা এর আহ্বায়ক এডভোকেট ফাহিমুল হক কিসলু, সদস্য সচিব আলী নূর খান বাবুল, দৈনিক পত্রদূত এর ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেজুতি, গাভা আইডিয়াল কলেজ এর অধ্যক্ষ শিব পদ গাইন, ক্রিসেন্ট এর নির্বাহী পরিচালক মো. আবু জাফর সিদ্দিকী, বরসা’র সহকারি পরিচালক নাজমুল আলম মুন্না, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জোৎন্সা দত্ত, ব্রাক এর জেলা প্রতিনিধি মো. রেজাউল করিম খান, সুশীলন এর জেলা সমন্বয়কারী মো. শাহীন ইসলাম, ঋশিল্পীর ম্যানেজার যোগাযোগ সভারঞ্জন শিকদার প্রমুখ।
এ দিকে একই দিন বিকাল ৪.৩০ মিনিটে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক এর অপর ১টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সনাক শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহবায়ক প্রফেসর আব্দুল হামিদ, সনাক সহ-সভাপতি ভারতেশ্বরী বিশ্বস, সনাক সদস্য ড. দিলারা বেগম, সচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সহ-সম্বয়ক চায়না ব্যানার্জী, উপজেলা শিক্ষা অফিসার মন্তোষ কুমার দেবনাথ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার গৌরাঙ্গ গাইন, এস, এম, মফিজুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার সন্দীপ কুমার রায়, সন্তোষ কুমার মন্ডল, বাসুদেব কুমার সানা, বদ্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মাছুমা খাতুন প্রমুখ।
সভায় শিক্ষা খাতে সনাকের পরিচালিত কার্যক্রম সমূহ উপস্থাপন করা হয়। এসময় জেলা প্র্থমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বদ্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গঠিত ‘সক্রিয় মা দলের’ ইতিবাচক অর্জনকে মডেল হিসেবে চিহ্নিত করে জেলার ১০৯৫টি প্রাথমিক বিদ্যালয়ে সক্রিয় মা দল গঠন ও পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।