দেশের খবর: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের চলতি মাসের বেতন-ভাতা ও বোনাস আগামী বৃহস্পতিবারে পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা অধিশাখা থেকে এ নির্দেশ জারি করা হয়। নির্দেশের এ চিঠি হিসাব মহানিয়ন্ত্রক ও কন্ট্রোলার জেনারেল ডিফেন্স অফ ফাইন্যান্সে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, দেশে আগামী ২২ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। ফলে সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার ও কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতা বোনাস আগামী ১৬ আগস্টের মধ্যে প্রদান করা হবে।
পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা একই সময়ে প্রাপ্য সুবিধা পাবেন। বাংলাদেশ ট্রেজারি রুলস এর এস আর ১১৩(২) ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয় বলে উল্লেখ করা হয়।