আন্তর্জাতিক

গজনির দখল নিয়ে আফগানিস্তানে তুমুল লড়াই, নিহত ১২০

By Daily Satkhira

August 13, 2018

বিদেশের খবর: আফগানিস্তানে গজনি প্রদেশের রাজধানী গজনি শহরের দখল নিয়ে তালেবান ও সরকারি সেনাদের মধ্যে লড়াই চারদিনে গড়াল। সোমবার পর্যন্ত এ লড়াইয়ে মারা গেছে ১০০ জন আফগান সৈন্য ও ২০ বেসামরিক ব্যক্তি। তবে তালেবানের দিক থেকে হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। এপি। লড়াই শুরুর চারদিন পর এই প্রথম হতাহতের খবর প্রকাশ করলো আফগান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার শহরটি দখল নেয়ার ঘোষণা দিয়েছিল তালেবান। সেদিন চারদিক থেকে সর্বাত্মক হামলায় শহরের নিরাপত্তা ব্যবস্থা পর্যুদস্ত হয় এবং শহরের বেশিরভাগ এলাকার দখল নিয়ে নেয় তালেবান। কাবুল থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরের গজনি শহরে তালেবানের প্রবেশ আফগান সরকারের জন্য শঙ্কার বিষয়। তালেবান এর দখল নিলে দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে সরকারের। এদিকে বিবিসির খবরে বলা হয়, দুই লাখ ৭০ হাজার জনসংখ্যার গজনি শহরের অধিবাসীরা বলছেন গত কয়েকদিন ধরে পানি ও খাবার পাচ্ছেন না তারা।