নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকণ, সুন্দর হাতের লেখা, ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম থেকে ১০ম শ্রেনী পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক শিশু অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা পর্যবেক্ষণ করেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন, সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান কোহিনুর ইসলাম। প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন বিশষ্ট চিত্র শিল্পী এম এ জলিল। আজ ১৫ আগস্ট সুর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল ৯টায় জেলা প্রশাসনের কার্যালয়ে থেকে রাজ্জাক পার্ক পর্যন্ত শোক র্যালী, সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অসমাপ্ত মহাকাব্য শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন, ৯.৪৫ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্য নিবেদিত কবিতা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা পাঠ, সকাল ১০টা শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও প্রতিযোগিতরা পুরস্কার বিতরণী, সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে যুব ঋণের চেক বিতরণ, বেলা ১২টায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান, বাদ যোহর/ সুবিধামত সময়ে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বিকাল সাড়ে ৩টায় মায়ের বাড়ি মন্দিরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা, সন্ধ্যা ৭টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন, সুবিধামত সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনামচা, জাতীয় শোক দিবসের সঙ্গে সংগতিপূর্ণ কবিতা পাঠ, রচনা, চিত্রাংকন, হামদ ও নাত প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী এবং দোয়া মাহফিলের আয়োজন, ১-৩০ আগস্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কারাগারে রোজনামচা পাঠ, ২৬-৩০ আগস্ট শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধুর অসামপ্ত আত্মজীবনী কারাগারে রোজনামচা ৭ মার্চ এর ভাষণ প্রতিযোগিতা।