সাতক্ষীরা

কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

By daily satkhira

December 05, 2016

প্রেস বিজ্ঞপ্তি : ১৯৮৮ সালের বাকাল ইসলামপুর চরের ভূমিহীন আন্দোলন, ১৯৯৮ সালে কালীগঞ্জের বাবুরাবাদ. ২০০৫ সালে চিংড়িখালি ও বৈরাগীর চকের ভূমিহীন আন্দোলন, ২০০৪ সালে ভবদাহ আন্দোলন, ২০০৮ সালে দেবহাটার নোড়ার চারকুনি ভূমিহীন আন্দোলন, কপোতাক্ষ বাঁচাও আন্দোলন, জলাবদ্ধতা দূরীকরণে বেতনা বাঁচাও আন্দোলনসহ সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য আন্দোলন করে গিয়েছেন সাইফুল্লাহ লস্কর। তার নেতৃত্বে সরকারি খাস জমি একের পর এক হাতছাড়া হওয়ায় ভূমিদস্যু বসির আহম্মেদ, মিঠু খান, মহব্বত মীর, মোজাম চেয়ারম্য্না, ইউসুফ আব্দুল্লাহ, শহীদ চেয়ারম্যানসহ একটি স্বার্থান্বেষী মহল পুলিশের সঙ্গে পরিকল্পনা করে সাইফুল্লাহ লস্করকে নৃশংসভাবে হত্যা করেছে। তার হত্যা মামলায় সিআইডি পুলিশ কর্মকর্তা এসএম মনিরুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান, কাটিয়া পুলিশ ফাঁড়ির টিএসআই নজরুল ইসলাম ও ভূমিদস্যুদের বাঁচাতে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। এটা মেনে নেওয়া হবে না। আইনি প্রক্রিয়ায় ওইসব হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশ কৃষক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির প্রধান উপদেষ্টা সাইফুল্লাহ লস্করের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। জেলা ভূমিহীন উন্নয়ন সমিতির আয়োজনে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনার পাদদেশে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠণের সভাপতি আব্দুস সাত্তার। বক্তব্য রাখেন ন্যাপ এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক কাজী সাঈদুর রহমান, জেলা ভূমিহীন উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ,সহসভাপতি মোকলেছুর রহমান, আবুল কালাম আজাদ, সাংগঠণিক সম্পাদক আবুল হোসেন খোকন, সদর শাখার সভাপতি শহীদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি আরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ি সকল খাসজমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত প্রদানের দাবি জানান। সভার শুরুতেই মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সকাল ৮ জেলা ভূমিহীন উন্নয়ন সংগঠণের নেতৃবৃন্দ মরহুমের কাটিয়াস্ত বাড়িতে যেয়ে তার কবে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর নিহতের স্ত্রী সুরাইয়া আক্তারের সঙ্গে কুশল বিনিময় করে তার পরিবারের খোঁজ খবর নেন।