নিজস্ব প্রতিবেদক: পিআইএইচআরএস প্রকল্পের আওতায় উপজেলা প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবুল হোসেন। ডিজএ্যাবল বল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিাআরআরএ) এর পরিচালনায় ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সিবিএম এর সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিসংখ্যান কর্মকর্তা ফারুক হোসেন, প্রতিবন্ধী স্কুলের পরিচালক সাংবাদিক এম. রফিক, স্যানেটারি ইন্সপেক্টর আবুল কাশেম, থেরাপিস্ট মাসুদা আক্তার, মনিরুজ্জামান প্রমুখ। সভায় প্রতিবন্ধীদের পক্ষ থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রতিবন্ধীদের জন্য ২টি বেড ও আলাদা টিকিট কাউন্টার স্থাপনের আবেদন জানানো হয়। এর প্রেক্ষিতে বক্তারা বলেন, আমরা সদরের ৩৯টি কমিউনিটি ক্লিনিকে প্রতিবন্ধীদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য বলেছি। তাছাড়া সদর হাসপাতালে প্রতিবন্ধীদের জন্য ২টি বেড ও আলাদা টিকিট কাউন্টারের বিষয়ে সিভিল সার্জন এ অবহিত করার আশ্বাস প্রদান করেন।