আসাদুজ্জামান: সাতক্ষীরায় ঈদুল আযহা উদযাপন ও ঈদ পরবর্তী নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা পুলিশ সুপার কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মঈনউদ্দিন ,এ.এস.পি কালিগঞ্জ সার্কেল মো. ইয়াসিন আলি, এ.এস.পি তালা সার্কেল অপু সরোয়ার, বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মো. আজম খান, গোয়েন্দা পুলিশ পরিদর্শক আলি আহমেদ হাসেমী ও আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন। পুলিশ সুপার এ সময় বলেন, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরায় ২২ টি পশুর হাট বসছে। পশুবাহী যানবাহনে কোনো চেকিং করা হবে না। এসব হাটের গবাদিপশু যাতে নির্বিঘেœ বেচাকেনা হতে পারে সে জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। হাটে যাতে চাঁদাবাজি প্রতারণা ও জাল টাকার লেনদেন না হতে পারে সে ব্যাপারেও সতর্ক রয়েছে পুলিশ । তিনি বলেন, ঈদ পরবর্তীতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। গবাদি পশু কেনাবেচার সময় মোটা অংকের টাকা বহনের নিরাপত্তা দিতেও প্রস্তুত রয়েছে পুলিশ। বাংলাদেশে প্রবেশ করা ভারতীয় গরু বহনে বৈধ কাগজপত্র থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন চোরাচালানরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে পশু আমদানি কিংবা স্থানান্তর করার ওপর নিষেধাজ্ঞা জারি করে তিনি বলেন এ ব্যাপারে পুলিশ বিশেষভাবে সতর্ক রয়েছে।