দেবহাটা

দেবহাটায় ট্রাফিক সপ্তাহের শেষ দিনে মোটরযানের বিরুদ্ধে ২৯ মামলা

By Daily Satkhira

August 14, 2018

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় ট্রাফিক সপ্তাহ-১৮ উপলক্ষ্যে অবৈধ মোটরযানের বিরুদ্ধে চলা অভিযান মঙ্গলবার শেষ হয়েছে। সকাল ১০ টা থেকে উপজেলার সখিপুর খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ সম্মুখে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে অবৈধ মোটরযান ও কাগজপত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী, ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্রের নেতৃত্বে দেবহাটা থানার পুলিশের এই অবৈধ মোটরযান অভিযান পরিচালনা করা হয়। ট্রাফিক সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে সেবা প্রদান, রাস্তার নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারন মানুষ ও যাত্রীদের মধ্যে সচেতনতার লক্ষ্যে পরিচালিত এই অভিযানে চেকিং সহ মামলা প্রদান করা হয়। দেবহাটা থানার এসআই উজ্জ্বল কুমার দত্ত জানান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে গত কয়েকদিন যাবৎ অভিযান অব্যাহত আছে। মঙ্গলবার শেষদিনে সঠিক কাগজপত্র না থাকায় মোট ২৯ টি মোটরযানের বিরুদ্ধে মামলা প্রদান করা এবং সকলকে গাড়ীর কাগজপত্র সাথে রাখার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া জীবনের মূল্যবোধে হেলমেট পরিধান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।