খেলা

‘দুই দেশকে এক করতে বিয়ে করিনি’

By daily satkhira

August 14, 2018

স্পোর্টস ডেস্ক: গর্ভাবস্থায় টেনিস খেলার একটি ভিডিও আপলোড করে সম্প্রতি আলোচনায় আসেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। এবার নতুন করে আলোচনায় এসেছেন তিনি, পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করা প্রসঙ্গে সরাসরি কিছু কথা বলে। শোয়েব মালিককে বিয়ে করায় তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তিনি দুই দেশের এবং তাঁদের সম্পর্কের ব্যাপারটি স্পষ্ট করেন। সানিয়া বলেন, “অনেকে মনে করেন, দুই দেশকে এক করতে আমরা বিয়ে করেছি। ব্যাপারটি সত্য নয়। বছরে মাত্র একবার পাকিস্তানে আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়ে আমি অনেক ভালোবাসা পেয়েছি। সারা দেশ আমাকে ‘ভাবি’ বলে সম্মান করে। আমি জানি, এই সম্মান পাই আমার স্বামী পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক হওয়ায়। শোয়েব ভারতে এলে আমার জন্য সেও ভালোবাসা ও সম্মান পায়।” তিনি আরো যোগ করেন, ‘পরিচিত মুখদের নিয়ে বিভিন্ন কথা শোনা যায়। আমি আমার দেশ, আমার পরিবার, আমার নিজের জন্য খেলি; আমার স্বামী একই কারণে খেলেন। আমাদের ব্যাপারে যা বলা হয়, তার চেয়ে আমরা আমাদের দায়িত্ব ভালোভাবে পালন করার ব্যাপারে আগ্রহী। তাঁরা সেগুলো নিয়ে শিরোনাম লিখতে পারেন, কিন্তু ঘরে এসব কোনো প্রভাব ফেলে না।’ বাবা-মা দুজনেই খেলোয়াড় বলে সন্তানের ব্যাপারে জানতে চাওয়া হয়। সন্তান ব্যাট নেবে, না টেনিস র‍্যাকেট ধরবে—এ প্রশ্নের উত্তরে সানিয়া বলেন, ‘সত্যি বলতে কি, একটি শিশুর জীবনে এই ব্যাপারটি অনেক পরে আসে। আমি আমার সন্তানকে একজন ডাক্তার বানাতে চাই (হাসি)।’ উত্তরেই বোঝা গেল, অনাগত সন্তানকে নিয়ে অন্য পরিকল্পনা রয়েছে তাঁর। তবে অক্টোবরে মা হতে চলা সানিয়া মির্জা এরই মধ্যে জানিয়েছেন, মাঠে আবারও স্বরূপে ফিরে আসতে চান তিনি। কত দ্রুত ফিরে আসবেন, সেটিই এখন দেখার বিষয়।