সাতক্ষীরা

সাতক্ষীরায় ট্রাফিক সপ্তাহে ৩ হাজারের বেশি মামলা, ৬ লক্ষাধিক টাকা জরিমানা

By daily satkhira

August 14, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় শেষ হয়েছে ট্রাফিক সপ্তাহ। সারা দেশের ন্যায় গত ৫ আগস্ট শুরু হয়ে ১০ দিন পর ১৪ আগস্ট মঙ্গলবার শেষ হয়। টানা ১০ দিনের ট্রাফিক সপ্তাহে মোটরযান অধ্যাদেশ অনুযায়ী বিভিন্ন ত্র“টি থাকার কারণে জেলার বিভিন্ন মটরযানের বিরুদ্ধে ৩ হাজার ৬ শত ৯৭টি মামলা দায়ের হয়েছে। আটক করা হয়েছে ১২৭ টি মটরযান। এসব মামলার মধ্যে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে ৫০৮টি, কলারোয়ায় ১৬৫টি, তালা থানায় ৩৩৪টি, কালিগঞ্জ থানায় ২২৯টি, শ্যামনগর থানায় ১২৪টি, আশাশুনি থানায় ৮৫টি, দেবহাটা থানায় ২৮২টি, পাটকেলঘাটায় ৪৮৪টি এবং ট্রাফিক বিভাগে হয়েছে ৯৫০টি মামলা। মটরসাইকেল, ইজিবাইক, মাহিন্দ্রসহ যানবাহন করা হয়েছে ১২৭টি। এসব মামলায় জরিমানা আদায় হবে প্রায় ৬লক্ষ ৬৪ হাজার ২০০ শত টাকা। মঙ্গলবার সাতক্ষীরা জেলা পুলিশের ডিএসবি শাখার পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।