রাজনীতি

৬দফ দাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রমৈত্রীর ছাত্রসমাবেশ অনুষ্ঠিত

By daily satkhira

August 14, 2018

বাংলাদেশ ছাত্র মৈত্রী’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সাতক্ষীরা জেলা ছাত্র মৈত্রী ৬ দফা দাবিতে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল তিনটায় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ছাত্রসমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র মৈত্রী’র কেন্দ্রীয় কমিটির সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ও সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি, বাংলাদেশ ছাত্র মৈত্রী সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি হোসেন বেলাল এবং রাজনৈতিক, শিক্ষা ও গবেষণা সম্পাদক সাকিব মোড়ল।

৬ দফা দাবি গুলো হলো –

চলতি বছরেই সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজের হল- হোস্টেল সকল শিক্ষার্থীদের জন্য সিট নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নতুন নতুন হল নির্মাণ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে সকল স্তরে দুর্নীতি বন্ধ করতে হবে। কোচিং-গাইড বানিজ্য বন্ধে শিক্ষা আইন কার্যকর করতে হবে। সকল প্রকার বর্ধিত ফি-ডোনেশন প্রথা বাতিল করতে হবে। অবিলম্বে ডাকসুসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। শিক্ষা খাতে জাতীয় আয়ের ৮ ভাগ বরাদ্দ নিশ্চিত করতে হবে। পর্যায়ক্রমে সকল শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে। সড়ক আইনের মাধ্যমে গণপরিবহনে চলমান নৈরাজ্য প্রতিহত করে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। সিটিং সার্ভিসের নামে যাত্রী হয়রানি বন্ধ করাসহ সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি