খুলনা

পাইকগাছায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক-১

By daily satkhira

December 05, 2016

পাইকগাছা ব্যুরো : পাইকগাছার কাশিমনগরের একটি ইটের ভাটা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাত আটক, অন্যরা পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে দেশী তৈরি লোহার রড, দা, ছুটি উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে। আটক ডাকাত ডুমুরিয়া থানার চুকনগর গ্রামের কাদের গাজীর পুত্র শহিদুল গাজী (২৮)। এ ঘটনায় থানায় ডাকাতি মামলা হয়েছে। জানাযায়, গত কয়েকদিন ধরে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে রবিবার গভীর রাতে কপিলমুনি এলাকায় অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর জনৈক আতিয়ারের ইট ভাটা সংলগ্ন এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে পুলিশ হানা দিয়ে একজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করলেও ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত শহিদুলের স্বীকারোক্তি মোতাবেক জানা যায়, রেজাকপুর গ্রামের মৃত রহমত আলী শেখের পুত্র হাবিল শেখ আন্তঃ ডাকাত দলের প্রধান হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি সংগঠিত করে আসছে। তারই অংশ হিসেবে এদিনও ১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাত দলকে ঐক্যবদ্ধ করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওসি (তদন্ত) এস,এম, জাবীদ হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।