শিক্ষা

শোক দিবসে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজে আলোচনা ও র‍্যালি

By Daily Satkhira

August 15, 2018

হোসেন আলী, কাকডাঙ্গা: বাংলাদেশর স্বাধীনতা স্থাপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কলারোয়া উপজেলার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ, বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ও বোয়ালিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও শোক র‍্যালীর আয়োজন করা হয়।

সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভা ও শোক র‍্যালী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক ইউ পি চেয়ারম্যান ও কেড়াগাছি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ভুট্ট লাল গাইন। বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মানেজিং কমিটির সভাপতি ও কেড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল। পূর্ব বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কেড়াগাছি ইউ পি সদস্য আলহাজ নজরুল ইসলাম। কেড়াগাছি ইউনিয়নের মুক্তিযোদ্ধা বৃন্দ। শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি কার্তিক চন্দ্র মিত্র। কেড়াগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাঙ্গঠনিক সম্পাদক শাহিনুর রহমান। কেড়াগাছি ইউনিয়ন আওয়ামী-যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম ও তিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী ও এলাকার বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ও তার পরিবার সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সবশেষে শোক র‍্যালী করা হয়, র‍্যালীটি বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় গেট মুখ হতে শুরু হয়ে বোয়ালিয়া কলেজ মোড় ঘুরে কেড়াগাছি ইউনিয়ন পরিষদ সম্মুখ দিয়ে পূর্ব বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয় ঘুরে কলেজ গেটে এসে শেষ হয়।