পাইকগাছা ব্যুরো: পাইকগাছায় বাজার কমিটির দেয়া সরকারি জায়গায় টোঙ ঘর বাঁধাকে কেন্দ্র করে চাঁদা দাবি, ভাংচুর, মারপিট। থানায় চাঁদাবাজী মামলা দায়ের। আসামি আটক নেই। মামলা সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার বয়ারঝাপা গ্রামের কৃষ্ণপদ মন্ডলের পুত্র স্বপন কুমার মন্ডল মৎস্য ব্যবসা করার জন্য সোলাদানা বাজার কমিটির নিকট থেকে রাস্তার স্লোভে টোঙ ঘর বাঁধার জন্য একটি জায়গা নেয়। উক্ত জায়গায় ঘর বাঁধার সময় একই এলাকার নীলকৃষ্ণ সানার পুত্র বিধান-যুগোলসহ তাদের লোকজন স্বপনের নিকট ৫০ হাজার টাকা দাবি করে। স্বপন ২০ হাজার টাকা নগদ প্রদান করে এবং বাকী টাকা দিতে পারবে না বলে জানালে বিধান-যুগোলরা স্বপনকে মারপিট করে তার ঘর বাঁধার সরঞ্জাম নদীতে ফেলে দেয়। এ ঘটনায় স্বপন বাদী হয়ে পাইকগাছা থানায় বিধান-যুগোল এবং বিশ্বজিত ও অমৃত মন্ডলের নামে চাঁদাবাজী আইনে মামলা দায়ের করেছে। যার নং- ০৩, তাং- ০২/১২/২০১৬। পুলিশ এখনও কোন আসামী গ্রেপ্তার করতে পারেনি।