আসাদুজ্জামান: সাতক্ষীরায় নানা কর্মূুচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিতে সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রিফাত আমিন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোছনা আরা প্রমুখ। আলোচনাসভা শেষে কাঙালি ভোজের খাবার বিতরণ করা হয়।