নিজস্ব প্রতিবেদক : বাঙ্গালি জাতিস্বত্ত্বার স্বাধিকার অর্জনই ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রামের এক ও অভিন্ন লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি জীবনব্যাপী জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন। প্রতিবাদী ভাষা দিয়ে তিনি পাকিস্তানিদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন। তাদেরকে ইতিহাসের আস্তাকুঁড়ে ছুড়ে ফেলেছেন। সেই প্রতিবাদী মানুষ হিমালয়তুল্য মানবসন্তান যিনি মহীরুহের মতো আমাদের মাথায় ছাতা ধরেছিলেন সেই বীর পুরুষকে হত্যা করে কাপুরুষরা নিন্দিত ও ঘৃণিত হয়ে বিশ্বাসঘাতক মীরজাফর হয়েছে। তারা ফাঁসির রজ্জুতে ঝুলেছে আর না হয় বর্জ্যে নিক্ষিপ্ত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিক জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন সাংবাদিক নেতৃবৃন্দ। প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের এ সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুল বারী সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী , সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, প্রেসক্লাব সহসভাপতি আবদুল ওয়াজেদ, প্রবীন সাংবাদিক অরুন ব্যানার্জি, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী প্রমুখ।