খেলা

আর্জেন্টিনা ফুটবল দল থেকে মেসির সাময়িক অবসর

By Daily Satkhira

August 15, 2018

খেলার খবর: বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ২০১৯ কোপা আমেরিকার আগ পর্যন্ত মেসিকে আর আর্জেন্টিনা দলে দেখা যাবে না। আগামী সেপ্টেম্বরে গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ, পরের মাসে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিতেও মেসি থাকবেন না। মেসিবিহীন নতুন আর্জেন্টিনা কেমন করে, তার পরীক্ষাও হয়ে যাবে এবার।

রাশিয়া বিশ্বকাপটা ভালো কাটেনি আর্জেন্টিনার। সাবেক চ্যাম্পিয়ন জার্মানির মতো গ্রুপ পর্বেই বিদায় নিতে না হলেও শেষ ষোলোতেই থেমেছে দুবারের চ্যাম্পিয়নদের যাত্রা। অনেক আশা নিয়ে রাশিয়ায় যাওয়া লিওনেল মেসিরা আবারও একরাশ হতাশা নিয়ে ফিরেছেন নিজ নিজ ক্লাবে। আর্জেন্টিনাও এর মধ্যে কোচ হোর্হে সাম্পাওলিকে ছাঁটাই করেছে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন লিওনেল স্কালোনি।

স্কালোনির অধীনে আর্জেন্টিনা কত দিন খেলবে, এটা এখনো জানা যায়নি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন স্থায়ীভাবে কারও হাতে দলের দায়িত্ব দেবে কি না, এটাও বোঝা যাচ্ছে না এখন। তবে এটা আপাতত নিশ্চিত, আগামী এক বছর দলকে নতুনভাবে দলকে সাজিয়ে নিতে স্কালোনি ও তাঁর সহযোগী পাবলো আইমারকে। কারণ, দলের মূল তারকা মেসি যে আগামী এক বছর আর্জেন্টিনার হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন!

বিশ্বকাপের আগেই বিশ্বকাপপরবর্তী পরিস্থিতি নিয়ে অনেক কথা বলেছেন মেসি। টানা তিন ফাইনাল হারার পর বিশ্বকাপেও ব্যর্থ হলে আর্জেন্টাইনরা যে মেনে নেবে না, সে শঙ্কা তখনই জানিয়েছেন। আর্জেন্টিনার অধিনায়ক তখন বলেছিলেন, এবার বিশ্বকাপ না জিতলেও হাল ছাড়বেন না। নিজ থেকে অবসরের চিন্তাও মাথায় আনবেন না। তাঁদের প্রজন্ম কাতারে আরেকটা পরীক্ষা দিতে চাইবে। কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই মুখে কুলুপ এঁটেছেন মেসি। আর্জেন্টিনার হয়ে তাঁর চিন্তাভাবনা কিছুই আর জানাচ্ছেন না।

মেসি এখনো মুখ খোলেননি। তবে গতকাল বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ২০১৯ কোপা আমেরিকার আগ পর্যন্ত মেসিকে আর আর্জেন্টিনা দলে দেখা যাবে না। টিঅ্যান্ডটি স্পোর্টসের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে। আগামী সেপ্টেম্বরে গুয়াতেমালা ও কলম্বিয়ার সঙ্গে যে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনার। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এ দুই ম্যাচেই থাকবেন না মেসি। এমনকি অক্টোবরে সৌদি আরবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিও খেলার ব্যাপারে অপারগতা জানিয়ে দিয়েছেন বর্তমান অধিনায়ক। ২০১৯ কোপা আমেরিকাতেও কি মেসিকে পাবে আর্জেন্টিনা? নাকি সে টুর্নামেন্টেও মেসিকে ছাড়াই খেলতে হবে আলবিসেলেস্তেদের? এর চেয়ে বড় প্রশ্ন, দলের প্রাণভোমরাকে ছাড়া দল সাজিয়ে নিতে পারবে তারা? কারণ, মেসিকে ছাড়া আর্জেন্টিনার কী অবস্থা হয়, সেটি তো বিশ্বকাপের আগে স্পেনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬-১ ব্যবধানের হারেই বোঝা গেছে!