দেবহাটা

দেবহাটায় তথ্য অধিদপ্তরের ওরিয়েন্টেশন কর্মশালা

By daily satkhira

December 05, 2016

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জেলা তথ্য অধিদপ্তরের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অধিদপ্তরের আয়োজনে ও ০৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের সহযোগীতায় উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় জেলা তথ্য অফিসার শেখ শাহনেওয়াজ করিমের সভাপতিত্বে তথ্য অধিদপ্তরের ঘোষক মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ নাসরিন নাহার। অন্যান্যদের মধ্যে ইউপি সচিব নারায়ন চন্দ্র অধিকারী, ম্যারেজ রেজিষ্টার মাওলানা সিরাজুল ইসলাম, শিক্ষক মোয়াজ্জেম হোসেন, পুরোহিত অজয় চক্রবর্তী জগো, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য রেহেনা ইসলাম, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের আলফাতুন নেছা, ৭,৮ ও ৯নং আরতি রানী, ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোখলেছুর রহমান মোখলেছ, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আকবর আলী, ৩নং ওয়ার্ড সদস্য পরিতোষ বিশ্বাস, ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল করিম, ৫নং ওয়ার্ড সদস্য জগন্নাথ মন্ডল, ৬নং ওয়ার্ড সদস্য নির্মল কুমার মন্ডল, ৭নং ওয়ার্ড সদস্য মোনাজাত আলী, ৮নং ওয়ার্ড সদস্য আবুল হোসেন, ৯নং ওয়ার্ড সদস্য হাফিজুর রহমান, তথ্য অধিদপ্তরের অফিস সহায়ক জাহাঙ্গীর আলম, অপরেটর মীর আজিকুর রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় যৌতুক, বাল্য বিবাহ প্রতিরোধ, শিশুর মানসিক স্বাস্থ, স্যানিটেশন, পরিবেশ ও জন্ম নিবন্ধন, মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।