সাতক্ষীরা

তালায় সাইফুল্লাহ লস্কর’র ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

By daily satkhira

December 05, 2016

তালা প্রতিনিধি: বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও গন মানুষের নেতা কমরেড সাইফুল্লাহ লস্কর এর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে তালা ডাকবাংলা চত্বরে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি’র কেন্দ্রীয় কমিটি উদ্যোগে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তোজাম্মেল হোসেন। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি. এম. শামিমুল হক পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা. জাহাঙ্গীর হুসাইন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক তাপস বিশ্বাস, খুলনা জেলা কমিটির গিয়াস উদ্দিন,যশোর জেলার বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সভাপতি আশুতোষ বিশ্বাস,কৃষক সংগ্রাম সমিতি- কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শাহজাহান কবীর,তালা উপজেলা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর সভাপতি শেখ আব্দুল হাকিম, কৃষক সংগ্রাম সমিতির যশোর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সমীরন বিশ্বাস,আছাফুর ইসলামসহ স্থানীয় এবং জাতীয় পর্যায়ের কৃষক নেতারা বক্তব্য রাখেন। উল্লেখ্য,গণ মানুষের নেতা কমরেড সাইফুল্লাহ লস্কর ২০০৯ সালের ৪ ডিসেম্বর তারিখে দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে পুলিম গ্রেফতারের উদ্দেশ্যে তার বাড়ি ঘেরাও করে। এ সমায় তিনি বাড়ির পাচালি টপকে বাইরে চলে যান। পরদিন ভোরে বাড়ীর পার্শ্বে পুকুরের পাড়ে তাঁর লাশ পাওয়া যায়।