বিদেশের খবর: ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জেনোয়ার একটি বিশালাকার উড়াল সেতুর একাংশ ভেঙে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। সোমবার দুপুরে হঠাৎ বিকট শব্দে ওই উড়াল সেতুর একাংশ ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
সেতুর প্রায় ১০০ মিটার অংশ ধসে পড়ার পর বহু গাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। ১৯৬০ সালে নির্মিত এ সেতুটি ২০১৬ সাল থেকে পুনর্নির্মাণের কাজ চলছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির সড়ক মন্ত্রী এই দুর্ঘটনাকে মহা ট্রাজেডি হিসেবে আখ্যা দিয়েছেন।
দেশটির পুলিশ বলছে, সোমবার দুপুরে হঠাৎ বিকট শব্দে উড়াল সড়কের একাংশ ধসে পড়ে। বেশ কয়েকটি গাড়ি ১০০ মিটার ওপর থেকে নিচে পড়ে যায়।