রাজনীতি

পৌর ৫নং ওয়ার্ড ফুলতলা মোড় আওয়ামীলীগের শোক দিবস পালন

By daily satkhira

August 16, 2018

নিজস্ব প্রতিবেদক: পৌর ৫নং ওয়ার্ডের গড়েরকান্দা ফুলতলা মোড়ে ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও দুঃস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় পৌর ৫নং ওয়ার্ডের গড়েরকান্দা ফুলতলা মোড়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আব্দুল মুজিদের সভাপতিত্বে ও পৌর আওয়ীমীলীগের কার্যকারী সদস্য সবুর খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুস সামাদ খান, সাবকে ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর সবুর সরদার। এছাড়া উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের কার্যকারী সদস্য মোস্তাফিজুর রহমান, ৬নং ওয়ার্ড আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন, শেখ রাসেল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, শেখ রাসেল পৌর শাখার আব্দুর রহমান, আওয়ামীলীগ নেতা রফিক, মোঃ ফারুক, শুকুর আলী, বিশ্বজিত মাখাল, লিটন সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হতোনা। বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আজ আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারছি। স্বাধীনভাবে কথা বলতে পারছি। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ এখন শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, রাস্তাঘাট, অর্থনৈদিকভাবে স্বাবলম্বী হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মাটি ও মানুষের হৃদয়ে সারাজীবন বেচে থাকবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে দেশে উন্নয়ননের সর্বদিক দিয়ে উন্নয়নের জোয়ার চলছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকল ভেদাভেদ ভুলে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে আবারও এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল হালিম।