রাজনীতি

জাতীয় শোক দিবসে পৌর ১নং ওয়ার্ড কৃষকলীগের আলোচনা সভা ও খাদ্য বিতরণ

By daily satkhira

August 16, 2018

প্রেস বিজ্ঞপ্তি:

জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদৎ বাষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীলা পৌর ১নং ওয়ার্ড কৃষকলীগের পক্ষ থেকে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে ১৫ আগস্ট প্রত্যুষে কালো ব্যাজ ধারণ পূর্বক সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন ১নং ওয়ার্ড কৃষকলীগের স্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পঅর্ঘ অর্পন করেন। বেলা ১১টায় দলীয় কার্যালয়ে ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মোঃ আঃ বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গফফার গাজীর সঞ্চালনায় বঙ্গবন্ধু শীষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পৌর কৃষকলীগের আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ সামছুজ্জামান জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর শাখা যুগ্ম আহবায়ক শাহ মোঃ আনারুল ইসলাম। সভায় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। যে সকল কুলাঙ্গার জাতীর জনককে হত্যা করেছে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন লাল সুবজের পতাকা থাকবে ততদিন তারা এদেশের মানুষের ঘৃনা আর অভিশাপ কুড়াতে থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত। সভায় আরো বক্তব্য রাখেন, এড. রঘুনোথ মন্ডল, মাস্টার আব্দুল খালেক, মহসিন হোসেন, রফিকুল ইসলাম, রেজাউল কাগুজী, সাহেদ রেজা। সভা শেষে সকলের মাঝে মাংস খিচুড়ী বিতরণ করা হয়।