কালিগঞ্জ

কালিগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতি সভা

By daily satkhira

December 05, 2016

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান। অন্যান্যেদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীন চিকিৎসক হজরত আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এড. শেখ মোজাহার হোসেন কান্টু, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাশেম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শেখ ফারুখ হোসেন, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, উপজেলা কৃষকলীগের সভাপতি অধিবাস অধিকারী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন, কুশলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ এসএম মমতাজ হোসেন মন্টু, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টুুসহ প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ। কালিগঞ্জে ১৬ ডিসেম্বরের মহান বিজয় দিবস উদযাপনে জাতীয় কর্মসূচির আলোকে স্থানীয়ভাবে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। কর্মসুচির মধ্যে রয়েছে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় বিজয় স্তম্ভে পুস্পমাল্য অর্পন, সাড়ে ৭ টায় শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারাত, ৯ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, মার্চপাচ, কুচকাওয়াজ ও সমাবেশ, সাড়ে ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, ১১ টায় ক্রীড়া প্রতিযোগিতা, জোহরবাদ বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, বিকেল ৩ টায় মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, বিকেল ৪ টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যা ৬ টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।