ফিচার

পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের শোক দিবস পালন

By Daily Satkhira

August 17, 2018

নিজস্ব প্রতিবেদক: পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সুলতানপুর ক্লাব মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, কেন্দ্রীয় আ’লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য আ.হ.ম তারেক উদ্দীন, জেলা আ’লীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, কাজী ফিরোজ হোসেন। এছাড়া উপস্থিত জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মীর আজাহার আলী শাহীন, যুগ্ম আহবায়ক কাজী মারুফ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাবেক ছাত্রলীগ নেতা কাজী আক্তার হোসেন, সাবেক কাউন্সিলর মোমিন উল্লাহ মোহন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট এই দেশেরই একশ্রেনীর স্বার্থান্বেষী মহলের হাতে স্বপরিবারে শাহাদাৎ বরণ করেন। যেটা ছিল বাঙালী জাতির জন্য এক কলঙ্ক জনক অধ্যায়। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেতাম না। পেতাম না স্বাধীনভাবে বেচে থাকার অধিকার। বঙ্গবন্ধুকে হত্যা করা জাতি হিসাবে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারেনা। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু ছিলেন এদেশের মাটি ও মানুষের হৃদয়ে। তিনি আজীবন বাঙালী জাতির মনের মনিকোটায় বেঁচে থাকবেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর ও তার পরিবারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন সুলতানপুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ রফিকুল ইসলাম।