সাতক্ষীরা

শ্রদ্ধা জানাবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম — ডাঃ এম আর খান স্মরণে নাগরিক শোক সভা ২৯ ডিসেম্বর

By daily satkhira

December 05, 2016

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিশু বিশেষজ্ঞ প্রয়াত ডাঃ এম আর খান স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হচ্ছে। তার স্মরণে আগামী ২৯ ডিসেম্বর এই শোক সভার আয়োজন করা হয়েছে। শহীদ রাজ্জাক পার্কে অনুষ্ঠেয় নাগরিক শোক সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রয়াত শিশু বান্ধবকে শ্রদ্ধা নিবেদন করবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন। যশস্বী এই শিশু চিকিৎসকের উদ্দেশ্যে নাগরিক শোক জ্ঞাপনের লক্ষ্যে সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনে এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। প্রয়াত ডাঃ এম আর খানের প্রিয় ছাত্র সাবেক প্রতিমন্ত্রী ডাঃ আফতাবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নাগরিক শোকসভা বাস্তবায়নের লক্ষ্যে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে ডাঃ আফতাবুজ্জামানকে আহবায়ক করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। একই সাথে একটি অভ্যর্থনা কমিটি, একটি ব্যবস্থাপনা কমিটি ও প্রচার কমিটি গঠন করা হয়েছে। সাতক্ষীরার তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবির পৃষ্টপোষকতায় নাগরিক শোক সভা বাস্তবায়ন কমিটি যাবতীয় কার্যক্রম চালিয়ে যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই সংসদ সদস্য সাতক্ষীরায় এসে কমিটির সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন বলে জানানো হয়েছে। সোমবারের বৈঠকে আরও যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোশাররফ হোসেন মশু, জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, জেলা জাপা সভাপতি শেখ আজহার হোসেন, সাবেক সিভিল সার্জন ডাঃ এস,জেড আতিক, বিএমএ সভাপতি ডাঃ আজিজুর রহমান, শিশু হাসপাতালের সাধারন সম্পাদক বি.জামান, পৌর কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর, কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোবাশ্বেরুল হক জ্যোতি, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রেজাউল ইসলাম, ঠিকাদার সমিতির নেতা আব্দুল মোমেন খাঁন চৌধূরী সান্টু, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভি ও যুগান্তরের সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী, দৈনিক যুগের বার্তার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উপদেষ্টা একরামুল কবির খান বাবু, ডাঃ কামরুজ্জামান রাসেল, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সমন্বয়কারী সৈয়দ লিয়াকত আলী, ফাউন্ডেশনের সহকারী সমন্বয়কারী জি,এম মাহাবুব আলম প্রমূখ। প্রসঙ্গতঃ গত ৫ নভেম্বর ডাঃ এম আর খান মৃত্যুবরন করেন।