খেলার খবর: স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর বিদায়ে অনেকটাই চাপে পড়েছে রিয়াল। আর তারই জের ধরে উয়েফা সুপার কাপে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরে হতাশার কথা জানিয়ে দিলেন রিয়াল তারকা কাসেমিরো। সেই সঙ্গে রোনালদোর অনুপস্থিতি যে ভুগিয়েছে সেটাও স্বীকার করে নিলেন তিনি। অ্যাতলেটিকোর বিপক্ষে ম্যাচের ৭৬ মিনিট মাঠে থাকার পর ইনজুরির কারণে তাকে উঠিয়ে নেন রিয়াল কোচ হুলেন লোপেতেগুই। ম্যাচে দলের হারে কাসেমিরোর কন্ঠে হতাশা ঝরে পড়ে। তিনি বলেন, ‘অজুহাত দেখানো রিয়ালের ধাতে নেই। এখানে, আমরা সকলেই একসাথে জিতি, একসাথে হারি।’ ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার আরও বলেন, ‘অবশ্যই আমরা ক্রিস্টিয়ানোকে মিস করেছি, তবে এটা এখন অতীত। আমরা আমাদের হারকে তার অনুপস্থিতির আড়ালে রাখতে পারিনা।’ কাসেমিরোর ভাষায়, ‘আমরা এই বিষয়টা লুকিয়ে রাখতে পারিনা: বিশ্বের যেকোনো দল তাকে মিস করবে।’ রিয়ালের এই তারকা বলেন ‘শিরোপা জয়ে ব্যর্থ হওয়ায় আমরা হতাশ কিন্তু এটা কেবলই (মৌসুমের) শুরু। আমাদের কোচের উপর আমাদের পুরো আস্থা আছে।’