কালিগঞ্জ

কালিগঞ্জে পল্লী বিদ্যুতের শুভ উদ্বোধন করলেন ডা: রুহুল হক এমপি

By daily satkhira

August 17, 2018

নিজস্ব প্রতিনিধি: আজ শুক্রবার দুপুর ১২ টায় কালিগঞ্জের কাঁকশিয়ালি হইতে খলিশখালী পর্যন্ত ৬.০১৭ কি:মি: নব নির্মিত লাইন ও ৩১৬ জন টি পরিবারের মধ্যে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের শুভ উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি। তারালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জনাব মো: গাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট,কালিগঞ্জ মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও ইউপি নারী ওয়ার্ড সদস্য জেবুন্নাহার জেবু,কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার, নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, ইউপি সদস্য বাবলু বিশ্বাস, আশরাফ হোসেন,কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সাব্বির আহম্মেদ বিদ্যুৎ সহ প্রমুখ। শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নতুন বিদ্যুৎ সংযোগের বিকল্প নেই। বিদ্যুৎ উৎপাদনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’। অতি শীঘ্রই আপনাদের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হবে। শেখ হাসিনার চিন্তাধারা ২০২১ সালের ভিতরে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হবে। তিনি আরও বলেন, দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।