সাতক্ষীরা

গোপল চন্দ্র সরদারের পিএইচ.ডি. ডিগ্রি অর্জন

By daily satkhira

August 18, 2018

 

জি এম আবুল হোসাইন : গোপাল চন্দ্র সরদার, পিতা-সাধন কুমার সরদার, মাতা-রাঁধামণি বালা, গ্রাম-মোহনপুর, ডাকঘর- ঝাউডাঙ্গা, উপজেলা ও জেলা ও জেলা-সাতক্ষীরা ‘লোকধর্ম ও মতুয়া সম্প্রদায় ঃ একটি সমাজতাত্ত্বিক সমীক্ষা’ শীর্ষক অভিসন্দর্ভের উপর ২০১৮ সনের ২৯ জুলাই তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার আদেশে ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধীনে অধ্যাপক ড. নেহাল করিমের তত্ত্বাবধানে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। তিনি নিয়মিত গাবেষণামূলক লেখালেখির সাথে জড়িত। আন্তর্জাতিক মানের জার্নালে লোকসংস্কৃতি বিষয়ে তাঁর আটটি লেখা প্রকাশিত হয়েছে। এছাড়া তাঁর লেখা প্রবন্ধ ‘গোপাল চন্দ্র সরদারের সমাজ দর্পণ’ শিরোনামে বিশিষ্ট সাহিত্যিক ও নাট্যকর বিশ^জিৎ ঘোষের সম্পাদনায় প্রকাশিত হয়েছে। তিনি সমাজবীক্ষণ গবেষণা কেন্দ্র, সাতক্ষীরার প্রতিষ্ঠাতা হিসেবে ‘সমাজবীক্ষণ’ নামের একটি গবেষণা পত্রিকা নিয়মিত সম্পাদনা করে আসছেন। তিনি সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি রোটারী ইন্টারন্যাশনালের ৩২৮১ বাংলাদেশ এর রোটারী ক্লাব সাতক্ষীরার নিয়মিত সদস্য। তাঁর দুই পুত্র কৌশিক সরদার সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে এবং জয়ন্ত সরদার সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত। তাঁর স্ত্রী শিখা রাণী গৃহিনী হিসেবে স্বামীর সকল কাজে নিরবচ্ছিন্ন সহযোগিতা করে যাচ্ছেন। তিনি সকলের আশীর্বাদপ্রার্থী।