স্বাস্থ্য ডেস্ক: টনসিল ও এডিনয়েডের সমস্যায় জ্বর হওয়া, গলা ব্যথা করা ইত্যাদি সমস্যা হয়। তবে কেন এই সমস্যা হয়, আর কাদের বেশি হয়? এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৭৮তম পর্বে এ নিয়ে কথা বলেছেন ডা. মেজবাহ উদ্দিন আহম্মেদ। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।প্রশ্ন : এই ইনফেকশনগুলো কেন হয়? নির্দিষ্ট বয়সে কেন এই সংক্রমণগুলো বেশি বেশি দেখা যায়?উত্তর : আসলে টনসিল এবং এডিনয়েড এমন একটা জায়গায় যেটা খাদ্যনালি ও শ্বাসনালির প্রবেশদ্বারে। প্রতিনিয়ত আমাদের পরিবেশে জীবাণু ঘুরে বেড়ায়। ভাইরাস থাকে। বাচ্চারা বা যেসব পরিবারের সদস্য বেশি তারা—এ ধরনের মানুষই টনসিলের সমস্যায় বেশি ভোগে। একই ঘরের মধ্যে অনেকজন থাকলেও এই সমস্যা হতে পারে বেশি।কিছু কিছু বাচ্চা ঠান্ডা সহ্য করতে পারে না। বিশেষ করে শীতকালে আইসক্রিম এবং ঠান্ডা পানি খাওয়ার কারণে তাদের রোগ ঘন ঘন দেখা দিতে পারে।