সাতক্ষীরা

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সাতক্ষীরা জেলা শাখার মানববন্ধন

By daily satkhira

August 29, 2016

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট বেলা ১১টায় জেলা শিক্ষা অফিসের সামনে সাতক্ষীরা- খুলনা মহাসড়কের উপর অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জমিয়াতুল মোদার্রেছীনের নব নির্বাচিত জেলা সভাপতি অধ্যক্ষ মাও. এএএম ওজায়েরুল ইসলাম। নব নির্বাচিত জেলা সেক্রেটারী আলহাজ্ব মাও. আলতাফ হোসেনের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, উপাধ্যক্ষ মাও. মোঃ হাবিবুর রহমান, ড. মোঃ আবুল হাসান, মাও. আবুল হাসান, মাও. রুহুল কুদ্দস, মাও. আশরাফ হোসাইন, মাও. শামসুর রহমান, মাও. আব্দুর রউফ, মাও. জালাল উদ্দিন, মাও. আব্দুল্লাহ, মাও. মোঃ ফজলুর রহমান, মাও. মশিউর রহমান, মাও. মোসলেম আলী, মাও. আব্দুস সাত্তার, মাও. হাবিবুর রহমান, মাও. গোলাম সরোয়ার, মাও. আবুল কালাম আযাদ, মাও. হারুন অর রশিদ, মাও. নওশেরুজ্জামান, মাও. নজরুল ইসলাম(কালিগঞ্জ), মাও. নজরুল ইসলাম, মাও. খবির উদ্দিন, মাও. মহসীন, মাও. মনিরুল ইসলাম, মাও. সাখাওয়াতউল্ল্যাহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ইসলাম শান্তি-মৈত্রী, সম্প্রীতি- সদ্ভাব, উদারতা- পরমতসহিষ্ণুতা, ভ্রাতৃত্ব- সৌহার্দ্য, সহাবস্থান-সহনশীলতার ধর্ম। ইসলামে অশান্তি, অস্থিরতা, অসহনশীলতা- অসহিষ্ণুতা, অন্যায় – অত্যাচার জুলুম নির্যাতন, সন্ত্রাসবাদ-জঙ্গিবাদের কোন স্থান নেই। সন্ত্রাস ও মানুষ হত্যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। চরমপন্থার এই ভুলপথে গিয়ে এদেশের যুব সমাজ যেন ধ্বংস না হয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। এছাড়া আগামী ৩ সেপ্টেম্বর জেলার প্রত্যেক মাদ্রাসায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনাসভা আয়োজন করার আহ্বান জানানো হয়।