জাতীয়

হোয়াটসঅ্যাপ ব্যবহারে বয়সসীমা নির্ধারণ

By daily satkhira

August 19, 2018

অনলাইন ডেস্ক: প্রচলিত ম্যাসেজিং অ্যাপগুলির মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম৷ তবে এতদিন অ্যাপটির ব্যবহারিক দিক থেকে কোন সীমাবদ্ধতা ছিল না৷ কিন্তু ইউরোপিয় অঞ্চলগুলির বেশ কিছু জায়গায় হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য রয়েছে নির্দিষ্ট বয়সসীমা৷ তাই সম্প্রতি সব দেশেই এটি ব্যবহারে বয়সসীমা নির্ধারণ করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপের নির্দেশিকা অনুযায়ী ইউজারের বয়স হতে হবে ১৬ বছরের উর্দ্ধে৷ কারণ অ্যাপটিতে রেজিস্ট্রেশনের সময় বয়সের বিষয়টিও গুরুত্ব পাবে৷ অন্যদিকে, ভারত বা বিশ্বের অন্যান্য দেশগুলিতে হোয়াটসঅ্যাপে রেজিস্ট্রেশনের জন্য ইউজারের বয়স হতে হবে কমপক্ষে ১৩ বছর৷ পাশাপাশি ভুয়া তথ্য দিয়ে হোয়াটসঅ্যাপে রেজিস্ট্রেশনের ঘটনাও কম নয়৷ এই ধরণের কার্যকলাপ নীতি লঙ্ঘনকারী বলে বিবেচিত হবে৷ যদি, কোন অনুর্দ্ধ ইউজার বিনা অনুমতিতে হোয়াটস অ্যাপ ব্যবহার করে থাকেন তবে, তা একটি অপরাধ৷ আইন লঙ্ঘনের বিষয়টি নিয়ে আপনি যদি সচেতন হন, দায়ের করতে পারেন অভিযোগও৷ এই ধরণের সুবিধাও দিতে যাচ্ছে কর্তৃপক্ষ৷ অনুর্দ্ধ ইউজাররা ম্যাসেজিং অ্যাপটিকে ব্যবহার করলে আপনি তাকে কীভাবে হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করতে হয় সেটি শিখিয়ে দিতে পারেন৷ অন্যদিকে, আপনি যদি অনুর্দ্ধ ইউজারদের বিষয়ে কোন তথ্য জানাতে চান সেক্ষেত্রে, মেল করতে পারেন কর্তৃপক্ষকে৷ তবে, অবশ্যই সঙ্গে থাকতে হবে প্রমাণ৷ যেমন-জন্ম তারিখ, মোবাইলের নম্বর ইত্যাদি৷ উপযুক্ত প্রমাণ বন্ধ করতে পারে উক্ত হোয়াটস অ্যাপ অ্যাকাউন্টকে৷ তবে প্রয়োজনীয় তথ্য না থাকলে সেটি সম্ভবপর হবে না৷