খেলা

মেসির জোড়া গোলে বার্সার জয়

By Daily Satkhira

August 19, 2018

খেলার খবর: বার্সেলোনার কোচ হিসেবে দ্বিতীয় মৌসুমেও লিওনেল মেসিকে নিয়ে বিস্ময় কাটছে না কোচ এরনেস্তো ভালভেরদের। সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড়ের অসাধারণ পারফরম্যান্সের প্রত্যক্ষদর্শী হতে পারাটাকে ফুটবল সমর্থকদের জন্য সৌভাগ্য হিসেবে দেখছেন তিনি।

কাম্প নউয়ে শনিবার রাতে দেপোর্তিভো আলাভেসকে ৩-০ গোলে হারিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে বার্সেলোনা। দলের জয়ে জোড়া গোল করেন ৩১ বছর বয়সী মেসি। অপর গোলটি ফিলিপে কৌতিনিয়োর।

ম্যাচের ৬৪তম মিনিটে গোলের দেখা পায় বার্সেলোনা। নিচু ফ্রি-কিকে সামনে লাফিয়ে ওঠা খেলোয়াড়দের নিচ দিয়ে বল জালে পাঠান মেসি। আর যোগ করা সমযে লুইস সুয়ারেসের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে এক জনকে কাটিয়ে বাঁ পায়ের নিচু শটে পোস্ট ঘেঁষে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই মেসির প্রশংসায় পঞ্চমুখ ভালভেরদে।

“মেসি একটা জিনিয়াস। আমরা সৌভাগ্যবান যে প্রতিদিন তাকে দেখতে পারি।”

“সে খেলছে এমন সময়ে ফুটবলে জড়িত থাকতে পারায় আমরা সৌভাগ্যবান। আমরা চাই প্রতিদিনই সে বিস্ময়কর কিছু করুক।”

মেসি বিস্ময়ের এখনই শেষ দেখছেন না স্প্যানিশ কোচ ভালভেরদে।

“আমাদের বিস্মিত করার সুযোগ মেসির এখনও আছে। সে সব সময় আপনাকে বিস্মিত করে- সত্যি বলতে কি, আমাকে বিস্মিত করায় সে কখন ক্ষান্তি দেয় না।”

“আপনাকে মেসির কাছ থেকে যে কোনো কিছু প্রত্যাশা করার জন্য প্রস্তুত হতে হবে। কারণ সে যা দেখে সেটা অন্য কেউ দেখে না।”