বিনোদন

দুই ঘণ্টা ‘কারাগারে’ ভাবনা!

By daily satkhira

August 19, 2018

বিনোদনের খবর: শুটিংয়ের প্রয়োজনে শিল্পীদের অনেক জায়গায় অভিনয় করতে হয়। শনিবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা রাজধানীর মতিঝিল থানায় শুটিং করেছেন। অপরাধী মেয়েরা যে কক্ষে থাকে, সেখানে শুটিং করতে হয়েছে তাঁকে। এবারই প্রথমবারের মতো থানায় অভিনয় করেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এ বিষয়ে ভাবনা বলেন, ‘আমি কখনো চাই না আমার কোনো শত্রুও কখনো জেলে যাক। মেয়েরা যে কারাগারে থাকে, সেখানে আমি শুটিং করেছিলাম। টানা দুই ঘণ্টা আমাকে শুটিং করতে হয়েছিল। অন্য রকম অভিজ্ঞতা হয়েছে। অনেক কষ্টকর ছিল শুটিং।’ আনিসুল হকের ‘একাকী একটি মেয়ে’ উপন্যাস অবলম্বনে নাটক নির্মাণ করছেন যৌথভাবে সৈয়দা নিলিমা দোলা ও রজত তন্ময়। নাটকটিতে শিমু চরিত্রে অভিনয় করছেন ভাবনা। গল্পের প্রয়োজনে কারাগারে শুটিং করতে হয়েছিল ভাবনাকে। উপন্যাসের চরিত্রে শিমুর প্রতি এক ধরনের ভালোলাগা ভাবনার তৈরি হয়েছে বলেও জানিয়েছেন। তিনি বলেন, ‘অসাধারণ গল্প। শিমুর মধ্যেই ডুবে আছি আমি। আজও ঢাকা শহরের অনেক রাস্তায় শুটিং করছি। কম দামি হোটেলে খাচ্ছি। রাস্তা পার হচ্ছি। ভিন্ন রকম অভিজ্ঞতা হচ্ছে।’ নাটকটির গল্পে দেখা যাবে, রংপুর থেকে একটি মেয়ে ঢাকায় আসে চাকরির ইন্টারভিউ দিতে। চাচার বাসায় তাঁর ওঠার কথা। কিন্তু সে বাসায় গিয়ে দেখে চাচার বাসায় কেউ নেই। বাধ্য হয়ে হোটেলে থাকার সিদ্ধান্ত নেয় সে। একা মেয়ে, তাই ভালো হোটেলে থাকার অনুমতি পায় না সে। পরে কমমূল্যের হোটেলে রাতে থাকার জন্য উঠে সে। এরপর শুরু মেয়েটার জীবনের অন্য রকম সংগ্রাম। আসন্ন ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা সৈয়দা নিলিমা দোলা ও রজত তন্ময়।