তালা

অবশেষে বিদ্যুৎ পেল তালার দোহার গ্রামের মানুষ

By Daily Satkhira

August 19, 2018

তালা প্রতিনিধি: স্বাধীনতার ৪৭ বছর পর বিদ্যুতের আলো পেল সাতক্ষীরা তালা উপজেলার দোহার গ্রামের মানুষ। প্রথম ধাপে ৯০টি পরিবারের মধ্যে এই বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় উপজেলা জালালপুর ইউনিয়নের দোহার পশ্চিম পাড়ায় বিদ্যুৎ সংযোগ উদ্ধোধন করেন স্থানীয় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ি ১৫ লক্ষ ৯২ হাজার ৪ শ’ টাকা ব্যয়ে ১.৩২৭ কিমি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সংযোগ অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাশ, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেস ক্লাবে সভাপতি প্রণব ঘোষ বাবলু, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, ওয়ার্কার্স পার্টি নেতা আয়ুব আলী সানা, সমাজসেবক জলিল মোড়ল,শামীম মোড়ল প্রমুখ।