কলারোয়া

কলারোয়ায় ইদের পরদিন মাদক বিরোধী র‍্যালি ও ফুটবল টুর্নামেন্ট

By Daily Satkhira

August 19, 2018

প্রেস বিজ্ঞপ্তি: ‘মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ-সুদ নয়,.. খেলাধুলায় মিলবে জয়’ শ্লোগানকে সামনে রেখে কলারোয়া উপজেলার (এস এস সি ব্যাচ ২০০৮ – ২০১৮) সকল শিক্ষা প্রতিষ্ঠানের সচেতন শিক্ষার্থীবৃন্দ মাদক -সন্ত্রাস-জঙ্গীবাদ ও দুর্নীতির অভিশাপ থেকে তরুণ প্রজন্মের সচেতনতা বৃদ্ধির জন্য আগামী ঈদ উল আযাহার পর দিন বৃহস্পতিবার কলারোয়া সরকারি কলেজ প্রাঙ্গণে মাদক রিরোধী র‍্যালি এবং ৮ দলীয় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আর এ আয়োজনের সার্বিক দায়িক্তে রয়েছে এস এস সি ব্যাচ ২০০৯।

এই আয়োজন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা নাহিদ হাসান শাহিন বলেন, এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মনে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত, দেশপ্রেম সহ সব ধরনের ভালো গুণ অর্জন এবং খারাপ বিষয়গুলো পরিত্যাগের বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই একজন সচেতন শিক্ষার্থীর কাজ। কিনি আরও বলেন, এই আয়োজনের মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, ইভটিজিং, কুসংস্কার সহ নানা অসঙ্গতির বিষয়ে মানুষের মাঝে চেতনা জাগ্রত হবে বলে আমি বিশ্বাস করি। আমি আশা করি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির বিরুদ্ধে ফুটবলের জয় হবে।’ টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবাহক রাহাউদ্দিন বিপ্লব বলেন, বর্তমান তরুণ ও যুব সমাজের জন্য মাদক একটি অভিশাপ। আর সে অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে দূরে সরাতে সচেতনতা বৃদ্ধি করা দরকার। জাতিকে মাদক মুক্ত করতে ও তরুণ প্রজন্মকে মাদক সম্পর্কে সচেতন করতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট সকলের জন্যে প্রেরণা হিসেবে কাজ করবে।