নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরের কাশিমাড়ীতে এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশী তৈরি পিস্তল ও এক রাউণ্ড গুলি। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতের নাম মুনায়েম সরদার (২৭)। সে শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের আব্দুর রশীদ সরদারের ছেলে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মোস্তাফিজুর রহমান দাবি করেন, গোপন খবরের ভিত্তিতে গতকাল দুপুরে উপপরিদর্শক সুধাংশু শেখর সরকার ও সহকারি উপপরিদর্শক আসাদুজ্জামনের নেতৃত্বে পুলিশ উপজেলার কাশিমাড়ি গ্রামে অভিযান চালায়। এ সময় রশীদ সরদারের বসত ঘরের মধ্যে একটি টিনের কৌটায় পলিথিকে মোড়ানো একটি বিদেশী তৈরি পিস্তল ও এক রাউণ্ড গুলি উদ্ধার করা হয়।্ এ ঘটনায় উপরিদর্শক সুধাংশু শেখর সরকার বাদি হয়ে মঙ্গলবার বিকেলে মুনায়েমের নাম উল্লেখ করে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। এদিকে মোনায়েমের পিতা কাশিমাড়ি গ্রামের আব্দুর রশীদ সরদার অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধকে কেন্দ্র করে ভাই কুখ্যাত মামলাবাজ অহিদ সরদার স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পুলিশকে ম্যানেজ করে তাকেসহ ছেলে মুনায়েম ও নজির আলীর বিরুদ্ধে থানায় তিনটি মিথ্যা নাশকতার মামলা দেয়। এ সময় মামলায় তারা দীর্ঘদিন জেল হাজতে ছিলেন। এরপর থেকে মোনায়েম একটি হ্যাচারিতে কাজ করতো। সম্প্রতি সে ঢাকায় আনছার ব্যাটালিয়নে যোগ দেয়। শুক্রবার সকালে সে ঢাকা থেকে বাড়িতে আসে। তিনি আরো জানান, সোমবার রাত ১২টার দিকে উপরিদর্শক সুধাংশু শেখর সরকারের নেতৃত্বে পুলিশ বাড়ি থেকে মোনায়েমকে তুলে আনে। গতকাল দুপুর ১২টার দিকে পুলিশ তাকে বাড়িতে আনে। এ সময় বাড়ির পিছনের দেয়ালের মাখায় রাখা একটি একটি পিস্তল ও এক রাউণ্ড গুলি উদ্ধার দেখানো হয়। স্থানীয়দের অভিযোগ, অহিদ সরদার ও কালীগঞ্জ থানার পাঁচটি নাশকতা মামলার আসামি মশিয়ার দাবিকৃত চাঁদার টাকা না পাওয়ায় মুনায়েমের বাড়ির দেয়ালের মাথায় অস্ত্র ও গুলি রেখে পুলিশকে দিয়ে পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে এ গ্রেফতারের নাটক করেছে।